আদি খান শাকিলের নেতৃত্বে ভালুকা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল
(ময়মনসিংহ) প্রতিনিধি:
আদি খান শাকিলের নেতৃত্বে ভালুকা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদনের পর সংগঠনের মধ্যে বইছে প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক হিসেবে রাকিব হোসেন এর নাম অনুমোদন দেওয়ায় গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছে ভালুকা উপজেলা ছাত্রদল। এই কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে সোমবার বিকালে ভালুকা উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলটি ভালুকা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আদি খান শাকিল । তার সঙ্গে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা ও ব্যানার বহন করেন এবং নানা স্লোগানে মুখরিত করেন গোটা এলাকা।
Leave a Reply