কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত২৪ মে শনিবার সকাল ১১ টায় বালীগাঁও উচ্চ বিদ্যালয় হল রুমে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তর্নিমা আফ্রাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান, সরকারি পরিচালক, দুর্নীতি দমন কমিশন ,সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর-ই- জান্নাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কালীগঞ্জ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুকুল কুমার মল্লিক সাধারণ সম্পাদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ,গাজীপুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিয়ারা বেগম, ভারপ্রাপ্ত সভাপতি, কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন নায়েবুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,কালিগঞ্জ দলিল লেখক কল্যাণ সমিতির,সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য ও উপদেষ্টার সদস্যবৃন্দ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য বৃন্দ। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বালিগাঁও উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক গন সহ ছাত্রছাত্রী ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা পক্ষ-বিপক্ষ দলের বিতার্কিক গণ।
আজকের বিতর্কের বিষয় ছিল দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই মুখ্য ভূমিকা পালন করে। পক্ষ দল খৈকড়া উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দল চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়।এক মাস ব্যাপী গণসচেতনতা সৃষ্টি ও সত্যতা চর্চায় শিক্ষার্থীদের উদ্ভূত করার লক্ষ্যে আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তারই চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ বিজয়ী দল হিসেবে খৈকড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করেন এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সভাপতি বক্তব্যে নির্বাহী কর্মকর্তা তর্নিমা আফ্রাদ বলেন প্রতিটি স্কুলে বাধ্যতামূলক বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলো চর্চা করা প্রয়োজন ।আমি আশা রাখব কালীগঞ্জে প্রতিদিন স্কুলে বিতর্ক প্রতিযোগিতা, বক্তব্য উপস্থাপন, খেলাধুলা, অংকন সাংস্কৃতি প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে আধুনিক করে তুলতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে স্কুল থেকে ছাত্র-ছাত্রী সততা , নেয়নিষ্ঠা, দেশপ্রেম , দায়িত্ব ,কর্তব্য সম্বন্ধে সচেতন হবেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন গাজীপুর বলেন আমরা সারা দেশের ন্যায় গাজীপুরে দুর্নীতিমুক্ত রাখার জন্য বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছি তারই অংশ হিসেবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা করে থাকেন।
প্রধান আলোচক তাহার আলোচনায় সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন প্রতিটি ছাত্র-ছাত্রী আমাদের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর ,তাদের মধ্য থেকে ভবিষ্যতে আমাদের এই দেশ পরিচালনা করবেন ,তাই তাদেরকে সততার বিষয় সর্বদা মনে রাখতে হবে।