চরপাড়ায় মাছ কেনাবেচা ও ছাত্রদের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত
বিশেষ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
হরিণাকুণ্ডুর চরপাড়া বাজারে দুই গ্রামের মধ্যে দিনভর সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর ও লুটপাট, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া বাজারে মাছ কেনাবেচা ও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরপাড়া ও মালমারি-মির্জাপুর গ্রামের লোকজনের মধ্যে মাছ কেনাবেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রিফাতের সঙ্গে সহপাঠীদের মারামারির ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
রোববার দুপুরে মালমারি ও মির্জাপুর গ্রামের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে চরপাড়া বাজারে হামলা চালায়। এসময় অন্তত ২০টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। ব্যবসায়ীরা বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়, যা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
সংঘর্ষের খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হরিণাকুণ্ডু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম তারিকুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ জানান, “সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সংঘর্ষে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা দ্রুত ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।
Leave a Reply