চুয়াডাঙ্গায় নার্স বিপাশার ঝুলন্ত মরদেহ উদ্ধার: প্রেমঘটিত টানাপোড়েনের অভিযোগ
বিশেষ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ইসলামপাড়ার নিজ বাড়ির শয়নকক্ষে উদ্ধার; মালয়েশিয়া প্রবাসী প্রেমিকের সঙ্গে বিরোধের ইঙ্গিত, তদন্তে পুলিশ
চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া থেকে বিপাশা খাতুন (৩০) নামের এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিপাশা খাতুন ইসলামপাড়ার বাসিন্দা চাঁদ মিয়ার মেয়ে। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পাশে মা ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ছিলেন অবিবাহিত।
ক্লিনিকের সহকর্মীরা জানান, মালয়েশিয়া প্রবাসী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিপাশার। শনিবার রাতে ডিউটির সময় হঠাৎ তার মোবাইলে একটি বার্তা আসে। এরপর থেকেই তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েন এবং বাড়ি যেতে চান। যদিও সেদিন রাতেই তিনি বাড়ি ফেরেননি, তবে পরদিন সকালে ডিউটি শেষে বাসায় যান। দুপুরে তার মৃত্যুর খবর পৌঁছায় ক্লিনিকে।
সহকর্মীদের দাবি, প্রেমিক যুবক মেহেরপুর জেলার বাসিন্দা। প্রেমের সম্পর্কের একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে তা অস্বীকার করেন তিনি। এতে বিপাশা মানসিকভাবে ভেঙে পড়েন। তাদের ধারণা, এ ঘটনা থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তবে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেন বিপাশার মা।
বিপাশার মৃত্যু ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য ও রহস্য। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, “মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।