চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত হযরত আলী পলাতক
বিশেষ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হয় হত্যাকাণ্ড, দুইজন আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে রিয়াদ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করলেও, মূল অভিযুক্ত হযরত আলী (৩০) এখনো পলাতক রয়েছেন।
নিহত রিয়াদ উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার বাসিন্দা জিয়াউর রহমান কাজীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত হযরত আলীর বাড়িতে তার বোন ও বোনাই এসে বসবাস করছিলেন। এ সময় প্রতিবেশী জিয়াউর রহমানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বিষয়টি নিয়ে হযরতের মা আপত্তি জানিয়ে দ্বন্দ্বের সূত্রপাত করেন। পারিবারিক এ বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পলাতক হযরত আলীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় চরম উত্তেজনা বিরা
জ করছে।
Leave a Reply