1. admin@dainiksatarkbarta.com : admin :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত হযরত আলী পলাতক মাসুম মুহীদ বিশ্বাস আর নেই! পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু সীমান্তে বারুদ ছড়াল আবারও: চোরাচালান বিরোধে যুবক গুলিবিদ্ধ দরিদ্র পরিবারের স্বপ্নভঙ্গ: মালয়েশিয়ায় প্রবাসী পিকুলের আকস্মিক মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোর ধান কর্তনের উদ্বোধন সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার সমাবেশ সফল করায় স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ  নড়াইলের লোহাগাড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান যুবদল কর্মী সালমান হত্যা মামলা আসামি গ্রেফতার  ‎হঠাৎ অভিযোগের মুখে বেতন আদায় বন্ধ! কী ঘটছে মোমেনা স্কুলে? অল ইন্ডিয়া ফকির আলম উপস্থিতে নামাজগড় মাদ্রাসায় মানবাধিকার কমিশনের বৈঠক 

জীবননগরে আঙুর চাষে নতুন দিগন্তের সূচনা, সফল দুই ভাইয়ের দৃষ্টান্ত

  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২ Time View

জীবননগরে আঙুর চাষে নতুন দিগন্তের সূচনা, সফল দুই ভাইয়ের দৃষ্টান্ত

 

বিশেষ প্রতিনিধি মোঃ অমিদ হাসান

 

দীর্ঘ সময় আমদানি নির্ভর থাকা আঙুরের চাষ এবার দেশেই বাণিজ্যিকভাবে শুরু, চুয়াডাঙ্গার দুই উদ্যোক্তার সফলতায় আশাবাদী কৃষি বিভাগ

 

 

দেশে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে আঙুরের চাষে সাফল্য পেয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের দুই ভাই আশরাফুল ইসলাম (৩৮) ও তরিকুল ইসলাম (৩৫)। সাড়ে তিন বিঘা জমিতে তারা বিদেশি জাতের আঙুর চাষ করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

 

এই তরুণ উদ্যোক্তারা পার্পেল ও বাইকুনুর জাতের প্রায় ৭৫০টি চারা রোপণ করেন এক বছর আগে। বর্তমানে প্রতিটি গাছে থোকা থোকা করে ঝুলছে সবুজ আঙুর। এখনও পরিপক্ক না হলেও আগামী এক মাসের মধ্যে ফলগুলো খাওয়ার উপযোগী হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। তখন ফলের রং বদলে সবুজ থেকে রক্তিম লাল হয়ে উঠবে, আর স্বাদ হবে রসালো ও মিষ্টি।

 

এই উদ্যোগ শুধু কৃষিতেই নয়, এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। আগে যেসব শ্রমিক কর্মহীন ছিলেন, তারা এখন এই আঙুর বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। শ্রমিক হাসেম আলী বলেন, “এই বাগানের কারণে আমরা অনেকেই কাজের সুযোগ পেয়েছি। আগে অলস সময় কাটত, এখন রোজগার হচ্ছে।”

 

বাগান দেখতে দূরদূরান্ত থেকেও আগ্রহীরা আসছেন। ঝিনাইদহ শহর থেকে আগত দর্শনার্থী সবুর খান বলেন, “সোশ্যাল মিডিয়ায় গল্প শুনেই এখানে এসেছি। এমন সফলতা আমাদের মতো তরুণদের অনুপ্রাণিত করে।”

 

কৃষি বিভাগের পক্ষ থেকেও মিলছে পরামর্শ ও সহায়তা। উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল পারভেজ বলেন, “চাষের শুরু থেকে আমরা সব ধরনের কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি।”

 

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, “এই অঞ্চলের মাটি আঙুর চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে পুরো উপজেলায় প্রায় ৩০ বিঘা জমিতে আঙুর চাষ হচ্ছে। এর মধ্যে আশরাফুল-তরিকুল ভাইদের বাগানে সবচেয়ে ভালো ফলন হয়েছে।”

 

দেশের আমদানি নির্ভর এ ফলের সফল চাষের মাধ্যমে জীবননগরের কৃষকরা একটি নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছেন। আশা করা হচ্ছে, ভবিষ্যতে আরও অনেক উদ্যোক্তা এই পথে এগিয়ে আসবেন।

 

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক সতর্ক বার্তা
Theme Customized By Shakil IT Park