জীবননগর বাজারে নির্মাণাধীন আল্লাহর নাম খচিত ধর্মীয় সৌন্দর্যবর্ধক স্থাপনা
বিশেষ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ইসলামিক ভাবধারা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ—স্থানীয়দের মাঝে উৎসাহ ও প্রশংসা
প্রতিবেদক: দৈনিক সতর্ক বার্তা, জীবননগর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রাণকেন্দ্র জীবননগর বাজারে নির্মাণ করা হচ্ছে একটি ধর্মীয় সৌন্দর্যবর্ধক স্থাপনা, যেখানে পবিত্র আল্লাহর নাম খচিত থাকবে। এটি একটি স্থায়ী এবং দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে বাজারের সৌন্দর্য ও ধর্মীয় পরিবেশকে সমৃদ্ধ করবে।
বর্তমানে এই স্থাপনাটির নির্মাণকাজ চলছে। দেখা গেছে, নির্মাণস্থলে রড ও বাঁশ দিয়ে কাঠামো তৈরি করা হয়েছে এবং চারপাশ ঘেরা হয়েছে লাল পতাকায়, যাতে নির্মাণাধীন এলাকায় কেউ দুর্ঘটনার শিকার না হন। স্থানীয়দের মতে, এটি শেষ হলে বাজারের প্রবেশদ্বারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
স্থানীয় বাজার কমিটি ও সমাজসেবীদের উদ্যোগে এই ধর্মীয় স্থাপনাটি তৈরি হচ্ছে। জানা গেছে, এর ডিজাইনে থাকবে আরবি ক্যালিগ্রাফিতে খচিত “আল্লাহ” নাম, যা ইসলামী ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক হিসেবে স্থাপিত হবে। রাতে আলোকসজ্জার মাধ্যমে এটি আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হবে।
বাজারের একজন প্রবীণ দোকানদার বলেন,
"বাজারে ঢুকতেই যদি চোখে পড়ে পবিত্র আল্লাহর নাম, তাহলে মানুষ একটু হলেও আল্লাহকে স্মরণ করবে। এটা আমাদের ধর্মীয় চেতনাকে জাগ্রত করবে।"
আরেকজন পথচারী জানান,
"এধরনের উদ্যোগ এখন খুবই প্রয়োজন। সমাজে ইসলামি মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য এটি অত্যন্ত ভালো পদক্ষেপ।"
এই স্থাপনার মাধ্যমে কেবল ইসলামি সৌন্দর্য উপস্থাপনই নয়, বরং তরুণ প্রজন্মের মাঝেও ধর্মীয় আগ্রহ ও সচেতনতা সৃষ্টি হবে বলে অনেকেই আশা করছেন।
বাজার কমিটির এক সদস্য জানান,
"আমরা চাই জীবননগর বাজার শুধু কেনাবেচার জায়গা না হোক, বরং এটি একটি আদর্শ ধর্মীয় ও সামাজিক চেতনার প্রতীক হয়ে উঠুক।"
এই স্থাপনাটি নির্মিত হলে জীবননগর বাজারে ঢুকেই দেখা যাবে আল্লাহর নাম। এটি মানুষকে দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝেও এক মুহূর্তের জন্য হলেও স্রষ্টাকে স্মরণ করার সুযোগ করে দেবে। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি গর্বের একটি স্থাপনা হয়ে থাকবে।
এই উদ্যোগকে ঘিরে বাজারজুড়ে সৃষ্টি হয়েছে উৎসাহ ও প্রশংসা। এলাকাবাসী এবং ব্যবসায়ীরা এই কাজের দ্রুত সফলতা কামনা করেছেন এবং নির্মাতা ও সংশ্লিষ্ট
দের ধন্যবাদ জানিয়েছেন।