ঝালকাঠির কলেজ ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত
ঝালকাঠি প্রতিনিধি :
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালীবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহারিয়া আজাদ ঝালকাঠি সদর থানায় কর্মরত পুলিশ সদস্য আজাদ বেপারী লিটুর একমাত্র ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি পিকআপভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই শাহারিয়া মারা যান এবং মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হন। আহতদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা নিয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply