মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৫৯ বাংলাদেশি আটক
বিশেষ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন আটককৃতরা, প্রাপ্তবয়স্কদের নামে মামলা; নারী ও শিশুদের নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর-খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃতদের মধ্যে ২৬ জন শিশু, ১৮ জন নারী এবং বাকিরা পুরুষ। বিজিবির দাবি, তারা সবাই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিজিবি জানায়, মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধীনে শ্যামকুড়, খোশালপুর, বেনীপুর, বাঘাডাঙ্গা ও লড়াইঘাট বিওপির পৃথক পৃথক অভিযানে এই ৫৯ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়, যার মধ্যে রয়েছে ঢাকা, নড়াইল, সুনামগঞ্জ, যশোর, খুলনা ও বাগেরহাট।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া নারী ও শিশুদের যশোরে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে বলে
জানান তিনি।
Leave a Reply