মেহেদী হাসান মুরাদ
জেলা প্রতিনিধি,রংপুর।
গতকাল ২৬শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভারতে ইসলাম ধর্ম এবং রাসুল স. এর কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রংপুর।
এসময় প্রতিবাদকারী ছাত্ররা জানায় যে, ভারত সরকার যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না নেয় এবং তার বিচার না করে , তাহলে বিশ্বের সমস্ত মুসলমান এক হয়ে এর বিরুদ্ধে অবস্থান নেবে আর বাংলাদেশের সাথে ভারতের যে প্রতিবেশীমূলক সমর্পক, কূটনৈতিক সম্পর্ক তা ভেঙে দেওয়া হবে।
আজকে ভারতে মহানবী স. কে নিয়ে যে কটূক্তি হয়েছে আমরা তার রাস্তায় নেমেছি।এসময় তারা আরো বলেন কোন সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি করলে আমরা এর বিরুদ্ধে অবস্থান নেবো।
ভারতের মহারাষ্ট্রে রামগীরি নামের এক হিন্দু পুরোহিত বিশ্বনবী হজরত মুহাম্মদ স. কে নিয়ে কটূক্তি করে আর তার এই কটূক্তিকে সমর্থন করে বিজেপির এক নেতা। যার ফলে পুরো ভারতে পরে যায় মুসলমানদের বিক্ষোভের মুখে। এর পরিপ্রেক্ষিতে পুরো ইন্ডি.য়া ফুঁসে ওঠেছে।
এর আগে মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিলের আহ্বানে আজকে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে আগমন করেছে এবং ঐ পুরোহিতের বিচােরর দাবিতে সমাবেশ মিছিল করেছে।
Leave a Reply