রূপগঞ্জ প্রতিনিধি ঃ গভীর রাতে পাহারাদারকে হাত পা বেঁধে মাটিকাটা ভেকুর যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত দেড়টায় রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পাহারাদারকে বেদম মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ই এম ব্রাদারস এর মালিক ইলিয়াস ভুইয়া জানান, গত দশ বছর যাবৎ আমার ক্রয় করা জমিতে মাটি কাটার ভেকু রাখি। এখানে একজন পাহারাদার নিযুক্ত করে রেখেছি। গতকাল রাতে কে বা কাহারা বাড়িতে প্রবেশ করে পাহারাদারকে হাত পা বেঁধে ভেকুর দশটি ব্যাটারি, ৩টি স্পোকেট, ২টি আই রুলার সহ প্রায় ১০ লাখ টাকার যন্ত্রাংশ নিয়ে যায়। এ সময় পাহারাদার মাইনুদ্দিন ডাক চিৎকার করলে তাকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। ঘটনাটি পরিকল্পিত বলে উল্লেখ করেছেন তিনি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান ইলিয়াস ভুইয়া।