শখের মোটরসাইকেলেই শেষ যাত্রা: ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী জিসানের
বিশেষ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ঝিনাইদহের শৈলকুপায় ব্যবহারিক খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত হয় শৈলকুপা পাইলট স্কুলের ছাত্র জিসান হোসেন। এলাকাজুড়ে শোকের ছায়া।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এসএসসি পরীক্ষার্থী জিসান হোসেন (১৭)। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান শৈলকুপা পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে। জানা যায়, সে এসএসসি পরীক্ষার ব্যবহারিক খাতা জমা দিয়ে শখের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় শিকারী জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। অভিযোগ না থাকলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”
জিসানের মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। বন্ধু, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই বলছেন, ভালোবাসার মোটরসাইকেলই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল তরুণ এই শিক্ষার্থীর জীবনে।