, চট্টগ্রাম থেকে :
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
শনিবার (১০ মে) রাতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক ধন্যবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।
যৌথ বার্তায় নেতৃদ্বয় বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ তরুণ, যুব সমাজ বাঁধভাঙা জোয়ারের মতো অংশ নিয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করে। এছাড়া প্রখর রোদ সহ্য করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সমাবেশস্থলে উপস্থিত থাকায় আমরা তরুন, যুব সমাজসহ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা-কর্মীদের কাছে চিরকৃতজ্ঞ। ন্যায্য গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তরুণদের এই অসীম সাহসী মনোবল ও কর্মস্পৃহা অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
নেতৃদ্বয় আরও বলেন, প্রথম কোন রাজনৈতিক দল হিসেবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ পলোগ্রাউন্ড মুখে তরুণ, যুব সমাজের বাঁধ ভাঙা জোয়ার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। এবং এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনার উজ্জ্বল স্মারক হয়ে থাকবে।
Leave a Reply