ঝিনাইদহ প্রতিনিধি,
সাংবাদিক পরিচয়ে এসব কার্যালয়ে তার অবাধ বিচরণ। আইনশৃঙ্খলা বাহিনীর বড় কর্মকর্তাদের সঙ্গে রয়েছে ছবি, যা ফেসবুকে প্রচার করে নিজেকে জাহির করেন ক্ষমতাবানদের কাছের মানুষ হিসেবে। এসব ছবি ব্যবহার করেই ফাঁদ পাতেন প্রতারণার। সবাইকে বলে বেড়ান, পুলিশের বড় কর্মকর্তাদের সঙ্গে এক টেবিলে বসে চা পান করি। যে কাউকে দিতে পারেন চাকরি বা বিভিন্ন সংস্থার প্রকল্প থেকে টেন্ডারের মাধ্যমে বাগিয়ে এনে দিতে পারেন কাজ। এভাবেই প্রতারণার মাধ্যমে দুই বছরেই হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সাংবাদিক পরিচয় দেওয়া এ প্রতারকের নাম সাইফুল ইসলাম সানি , প্রকাশ্য সম্পাদক, রফিক ইসলাম । তিনি নিজেকে পরিচয় দেন দৈনিক নজর নিউজ‘বার্তা সম্পাদক লড়াই’ নামে একটি অনলাইনের রিপোর্টার হিসেবে।তিনি বলেন, টাকা দেওয়ার পর অনেকদিন চলে গেলেও তিনি কাজ দেওয়ার বিষয়ে কিছু না জানালে তাকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হয়। এরপর বিভিন্ন সময় তাকে তাগিদ দিলেও তিনি এ বিষয়ে কিছুই করেননি। পরে জানতে পারি তিনি বড় প্রতারক। এরপর বিভিন্ন সময় তার কাছে টাকা চাইলেও তিনি বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুনি হুমকি দেন।এসব প্রতারণার বিষয়ে জানতে ফেসবুকে দেওয়া ওই ব্যক্তির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সে এই প্রতিবেদকের ফোন ধরেনি। তবে সময়ের আলোর অপর একজন সাংবাদিক নিজের পরিচয় গোপন করে ফোন করলে তা রিসিভ করে নিজের অবস্থান porangong Bazar, Bhola shador Bhola, email, dainiknajarnews@gmaill.com
এলাকায় বলে জানিয়েছে। প্রতারণা বার্তা সম্পাদক মোবাইল নম্বর, 01747108470, প্রকাশ্য সম্পাদক রফিক মোবাইল নাম্বার, 01718641327, অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, অফিসে ঠিকানা, দেওয়া হলো
এদের আইনের আওতায় আনা হক তার ছবি দেওয়া হচ্ছে পুলিশ, র্যাব, আর্মি, সেনাবাহিনী, আপনাদের আহ্বান করছি এদেরকে আইনে ব্যবস্থা আনা হক
Leave a Reply