হাটহাজারী উপজেলা প্রতিনিধি
গত ১৯ এপ্রিল জেলা পুলিশ সুপার হাটহাজারী মডেল থানাকে বিভক্ত করে ‘‘হালদা থানা’’ স্থাপনের জন্য প্রস্তাব করেন। প্রস্তাবিত থানা মদুনাঘাট এলাকায় স্থাপিত হবে বলে জানা যায়। যা উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, চিকনদন্ডী, শিকারপুর ও বুড়িশ্চরসহ মোট পাঁচটি ইউনিয়নকে কেন্দ্র করে।উক্ত ইউনিয়ন গুলোর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তার মধ্যে চিকনদন্ডী ইউনিয়ন হালাদা থানা যেতে নারাজ। তাদের দাবী হালদা থানা যেতে ৭-৮ কিলোমিটার লাগে তাছাড়া বর্ষকালে আইনি সেবা গ্রহণ করা খুবই কষ্ট হয়ে পড়বে। চিকনদন্ডী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে বলে দাবী। উক্ত ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এবং চিকনদন্ডীবাসীর পক্ষে থেকে ইতি মধ্যে একাধিক বিক্ষোভ মিছিল, স্মারকলিপি, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন ভাবে প্রতিবাদ করে যাচ্ছেন চিকনদন্ডী ইউনিয়নে সাধারণ জনগণ। হালদা থানা না যাওয়ার জন্য।চিকনদন্ডী ৮০ হাজার মানুষের দাবী হাটহাজারী মডেল থানাকে বহাল রাখতে হবে।
Leave a Reply