1. admin@dainiksatarkbarta.com : admin :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৫৯ বাংলাদেশি আটক সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মের ধর্মান্তর্র মিশু সিংহ  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উপশাখা প্রতিনিধি সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত  ময়মনসিংহ জেলা প্রশাসক ধোবাউড়ায় প্রকল্প পরিদর্শন চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে অর্ধগলিত মরদেহ উদ্ধার, তিনদিন ধরে নিখোঁজ ছিলেন আলমগীর ব্যারিস্টার কায়সার কামাল এর পক্ষ থেকে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার করলো সুসং সরকারি মহাবিদ্যালয় ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের  হত্যাকাণ্ডের ৩ আসামি গ্রেফতার কুড়িগ্রামে জমি বিরোধে পিতা কর্তৃক কন্যা হত্যা নাজিরপুরে জমি-জমার বিরোধের জেরে বিএনপি নেতার বিরুদ্ধে ঘেরের মাছ ও ফল লুটের অভিযোগ হিলি স্থলবন্দর এর বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সন্মেলন করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট  অ্যাসোসিয়েশন

হিলি স্থলবন্দর এর বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সন্মেলন করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট  অ্যাসোসিয়েশন

  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬ Time View

হিলি স্থলবন্দর এর বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সন্মেলন করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট  অ্যাসোসিয়েশন

 

(হাকিমপুর) প্রতিনিধিঃ

 

দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি বন্দর দিয়ে সম্প্রতি সময়ে আমদানি-রপ্তানি কমে যাওয়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সন্মেলন করেছে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। সোমবার বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সন্মেলনে বক্তব্যর মাধ্যমে হিলি স্থলবন্দরের আমদানি বাণিজ্য কমে যাওয়ার কারণগুলো ব্যাখ্যা করেন, সংগঠনটির সভাপতি মোঃ ফেরদৌস রহমান।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। বে-সরকারি অপারেটর হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের হয়রানি ও শুল্ক স্টেশন এর বৈষম্যর কারণে গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে সম্প্রতি সময়ে আমদানি বাণিজ্য কমে এসেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে ৩০০-৪০০ গাড়ি প্রবেশ করতো সেখানে বর্তমানে গাড়ির সংখ্যা দাড়িয়েছে ১৭-২০ ঘরে। যা অত্যান্ত দুঃখ জনক বিষয়! তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ও হিলি স্থলবন্দরের আমদানি বাণিজ্য ফিরিয়ে আনতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

এ সময় তিনি অভিযোগ করে বলেন, হিলি কাস্টমস কর্তৃক এইসএস কোর্ড একেক সময় একেক রকম নির্ধারত করার কারণে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে। হিলি পানামা পোর্টের অভ্যান্তরের দুটি পণ্য মাপার স্কেল নষ্ট থাকার কারণে পণ্যের ওজনের ক্ষেত্রে ব্যবসায়ীদের সমস্যার সৃষ্টি হচ্ছে। হিলি পানামা পোর্টের চেয়ারম্যান সরকারের সাথে চুক্তিবদ্ধ আছে তিনি হিলি বন্দর দিয়ে আমদানিকারক হিসেবে ভারত থেকে পণ্য আমদানি করতে পারবে না। তারপরও তিনি এসব কিছু তোয়াক্কা না করে ইতিপূর্বে নিজে পাথর আমদানি করেছেন। এছাড়াও বন্দরের শ্রমিকদের সেকশনটা বে-নামে সরকারের কাছ থেকে ডেকে নেন পানামা পোর্টের চেয়ারম্যান। বন্দরের আমদানিকারকদের কাছ থেকে পোর্টের অভ্যান্তরীন শ্রমিকদের জন্য মজুরি নেওয়া হলেও তাদের ন্যায্য মূল্য দেয়া হচ্ছে না। ফলে ভারত থেকে বন্দরে প্রবেশ করা গাড়িগুলো সময় মতো লোড আনলোড না হওয়ায় ব্যবসায়ীদের অতিরিক্ত নাইট চার্জ গুনতে হচ্ছে বলেও অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সন্মেলনে।

 

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন বলেন, আমি নিজে এই বন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করি। হিলি পানামা পোর্ট অভ্যান্তরে মানসম্মত শেড না থাকার কারণে নাইট চার্জ দিয়েও আমাদের পণ্যগুলো অরক্ষিত অবস্থায় পরে থাকে এবং শ্রমিকদের ন্যায্যমূল্য না দেওয়ার কারণে আমদানিকৃত গাড়ি সময় মতো লোড আনলোড না হওয়ায় ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়। বন্দরের শ্রমিকরা আমাদের কাছে বারংবার অভিযোগ করেছে যে তাদের ন্যায্যমূল্য দেওয়া হচ্ছে না। আমরা এসব বিষয়ে নৌ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন সুফল পাইনি। তাই সামাজিক দায়বদ্ধতা ও হিলি স্থলবন্দরকে বাঁচাতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

 

 

অন্য দিকে হিলি পানামা পোর্ট অভ্যান্তরে শ্রমিকদের ন্যায্যমূল্য দেওয়া হচ্ছে না বিষয়ে জানতে চাইলে কোন শ্রমিক গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হয় নাই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের শ্রমিক নেতা বলেন, পানামা পোর্ট অভ্যান্তরে শ্রমিকদের ন্যায্যমূল্য দেওয়া হয় না এটা দীর্ঘ দিনের সমস্যা। কিন্তু আমি নিজেও কিছু বলতে পারবো না। আমার লাইফ গ্যারেন্টি কে দিবে। গত দুই বছর আগে পানামা পোর্টের চেয়ারম্যান শ্রমিকদের সেকশন ৭৬ লাখ ৫০ হাজার টাকা দিয়ে নিজে ডেকে নিয়েছেন কিন্তু বে-নামে বলে অভিযোগ করেন তিনি।

 

এসময় অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী , সিএম মানিক মিয়াসহ  অনেকে  উপস্থিত ছিলেন।

 

 

 

 

হিলি, হাকিমপুর,প্রতিনিধি

 

০১৭৭৭৪০২৫০৯

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক সতর্ক বার্তা
Theme Customized By Shakil IT Park