কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজলিয়া ইউনিয়নের বিএনপির নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩) কে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত জাহাঙ্গীর শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির কর্মি।
বুধবার দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে কাঠালিয়া উপজেলা হাসপাতালে (আমুয়া)ভর্তি করা হয়েছে।
আহত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তার ঝুমুর লতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে কাঠালিয়া আসার পথে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ নফিজুর রহমান শিপন সিকদার তার দলবল নিয়ে সিকদার বাড়ির রাস্তার সামনে জাহাঙ্গীর হোসেনকে দাও দিয়ে এলোপাথরী কুপিয়ে আহত করে। এ সময় তার স্ত্রী নাসরিন আক্তার ঝুমুর (৩০) আহত হন। খবর পেয়ে জাহাঙ্গীরের পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাঠালিয়া উপজেলা হাসপাতালে (আমুয়া) ভর্তি করেন।
মেডিকেল অফিসার ডাঃ হামিদ জানান, জাহাঙ্গীর হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে দাড়ালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরন হয়েছে।
কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরির্দশন করেন এবং আহতদেরকে চিকিৎসার জন্য সহায়তা করেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মং চেনলা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং রোগীর চিকিৎসার ব্যবস্থা করেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply